Top 5 This Week

বদলে গেল শেখ মুজিব ও পরিবারের নামে থাকা ৬৮টি কলেজ ও ১৩টি বিশ্ববিদ্যালয়ের নাম

বিডিটাইম ডেস্ক

জাতির পিতা শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা দেশের ৬৮টি সরকারি কলেজ ও ১৩টি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নামগুলো মূলত সংশ্লিষ্ট অঞ্চলের নামে পুনঃনামকরণ করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২৮ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার নির্দেশনার আলোকে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।

এটাই প্রথম নয়।এর আগেও অন্তর্বর্তী সরকার বিভিন্ন সময় শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন স্কুল-কলেজের নাম পরিবর্তন করেছিল। এবার আরও বড় পরিসরে এই পরিবর্তন কার্যকর হলো।

শুধু কলেজই নয়, শেখ পরিবারের নামে থাকা ১৩টি বিশ্ববিদ্যালয়ের নামও পরিবর্তন করা হয়েছে।
এর মধ্যে: শেখ মুজিবুর রহমানের নামে ছিল ১০টি বিশ্ববিদ্যালয়, শেখ ফজিলাতুন্নেসা মুজিব-এর নামে ১টি, শেখ হাসিনার নামে ১টি, এবং মুজিবনগর নামে ১টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত ছিল।

নাম পরিবর্তনের ফলে প্রতিষ্ঠানগুলোর নতুন নাম হবে মূলত প্রতিষ্ঠান এলাকার নামানুসারে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, এই পরিবর্তনের ফলে স্থানীয় পরিচিতি ও অংশগ্রহণ বৃদ্ধি পাবে, এবং শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকাণ্ড আরও জনমুখী ও নিরপেক্ষভাবে পরিচালিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish