Top 5 This Week

ববিতে পুলিশের ব্রিফিং থেকে সাংবাদিককে তুলে নেওয়ার অভিযোগ ছাত্রলীগের বিরোদ্ধে

Spread the love

 

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ( ববি ) সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে ব্রিফ্রিং করছিলেন ওসি মুকুল। এই সময়ে  পেশাগত দায়িত্ব পালন করছিলেন ক্যাম্পাসের সাংবাদিক বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী সদস্য ঢাকা টাইমসের বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাসুদ রানা।  এই সময়ে ছাত্রলীগকর্মী এ.কে. আরাফাত তাকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। লাঞ্চিতের একটি ভিডিও প্রতিবেদকের হাতে আসে।

বৃহস্পতিবার (১লা আগস্ট) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মেইনগেটে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.আর. মুকুলের সংবাদ সম্মেলনের ভিডিও সংগ্রহের সময় সাংবাদিক মাসুদকে পিছন থেকে টেনে হিচড়ে নেওয়ার চেষ্টা করেন ছাত্রলীগ কর্মী আবুল খায়ের আরাফাত। টেনে হিচড়ে নেওয়ার সময় মাসুদ হাতে আঘাত পান এবং হাত দিয়ে রক্ত বের হয়।এসময় ওসি মুকুলের কাছে চিৎকার করে সহায়তা চাইলে তিনি তাদের মাসুদকে উদ্ধার করেন এবং তাকে স্থান ত্যাগ করতে সহযোগিতা করেন।

মাসুদ বলেন, আমি পেশাগত দায়িত্ব পালন করছিলাম(ওসির একটা বক্তব্যের ভিডিও নিচ্ছিলাম। ঠিক ঐ সময় ছাত্রলীগের নেতা দাবি করা এ কে আরাফাত আমাকে পিছন থেকে টেনে হিঁচড়ে পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং আমার কাজে বাধা দেয়। এসময় হাতে খামছি দিয়ে ধরার ফলে হাতে আঘাত পাই ও রক্ত বের হয়। তাৎক্ষণিক ঐখানে উপস্থিত পুলিশের দৃষ্টি আকর্ষণ করলে ঐ সময় পুলিশ তার হাত থেকে ছাড়িয়ে আমাকে ঐ স্থান ত্যাগ করতে সহযোগিতা করেন।

সাংবাদিক লাঞ্চিতের বিষয়ে জিজ্ঞাসা করলে আবুল খায়ের আরাফাত বলেন, আমি কোন সাংবাদিক লাঞ্চিত করিনি। ঐ ছেলেটা আমার ক্যাম্পাসের ছোট ভাই তাই ডেকে কথা বলতে চাচ্ছিলাম।

বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে সংবাদিকদের সাথে কথা বলার সময় পাশ থেকে একজনকে টেনে নিয়ে যাচ্ছিলো, আমি দেখে  ছেলেটিকে নিরাপদ স্থানে চলে যেতে সহযোগিতা করি। ছেলেটি তখন আমাকে বলে ও সাংবাদিক। ছেলেটাকে কে টেনে  নিয়ে যাচ্ছিলো তাকে চেনেন না তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, বিষয়টি ইতিমধ্যে আমার নজরে এসেছে যেহেতু এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে ঘটেছে তারা বিষয়টি দেখবেন আশাকরি। তিনি আরও বলেন, এই ব্যাপারে আমাদের কাছে যদি কোন অভিযোগ আসে তাহলে আমরা তা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি নেই। পরিচয়ধারী ছাত্রলীগ কর্মী আবুল খায়ের আরাফাত ওরফে জুয়েলের বিরুদ্ধে ২০২১ সালে ট্রেইনি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে পুলিশের কাছে আটক, হত্যার ভয় দেখিয়ে মোবাইল ও নগদ অর্থ ছিনতাই মামলাসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একটি মিটিংয়ে হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish