Top 5 This Week

ববিতে বঙ্গবন্ধুর জন্মদিনে পঁচা ইফতার দেওয়ার অভিযোগ

ববি প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চারটি হলে আবাসিক শিক্ষার্থীদের ফ্রী ইফতারে নিম্নমানের খাবার দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আবাসিক শিক্ষার্থীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে চারটি হলের শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ করে একাধিক পোস্ট করতে দেখা গেছে । একটি হলের শিক্ষার্থীরা বিক্ষোভ ও প্রশাসনের বিরুদ্ধে স্লোগানও দিয়েছেন।

চারটি হলের ২০ জনের অধিক আবাসিক শিক্ষার্থীর সাথে কথা হয় বিডটাইমের । শিক্ষার্থীরা জানান, নিম্নমানের পোলাও, পোলাওর মাংস ছোট, মুরগির ঝোল কম। রাইস ভালোকরে সিদ্ধ না করা সহ নানান অভিযোগ করেন শিক্ষার্থীরা।

শেরে বাংলা হলের একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, পোলাও থেকে একধরনের পঁচা গন্ধ বের হচ্ছিলো। প্রায় নষ্ট এই খাবার অধিকাংশ শিক্ষার্থীই খেতে পারেনি। এছাড়াও ইফতারের সাথে আলুর চপ, বেগুনি ছিলো প্রায় নষ্ট। এমন মানহীন খাবার দেওয়ার থেকে না দেওয়ায় ভালো ছিলো।

বঙ্গবন্ধু হলের এক আবাসিক শিক্ষার্থীর সাথে কথা হলে জানান, আমার হল জীবনের সবথেকে জঘন্য ইফতারি করছি আজকে। হল প্রশাসনের প্রতি ধিক্কার।

ডায়নিং পরিচালকদের সাথে কথা বলে জানা গেছে, শিক্ষার্থী প্রতি ১৫০ টাকা বাজেট দেয়া হয়েছে তাদেরকে ইফতারির জন্য। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আবাসিক হলগুলোতে ইফতারির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন চারটি হলে মোট ৪০ হাজার টাকা বাজেট দিয়েছে বাকি টাকা হল কর্তৃপক্ষ বহন করেছে।

শেরে বাংলা হলের আবাসিক শিক্ষার্থী রুম্মান হোসেন বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল ফেসবুক গ্রুপ লিংকার্সে এক পোস্টে লিখেছেন, শেরে বাংলা হলে দেওয়া মোরগ পোলাও নষ্ট ছিলো। দুর্বল প্রশাসনের মুখে থু। ইফতারিতে এমন তামাশা দরকার ছিলো না।

শেখ হাসিনা হলের এক আবাসিক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, হল প্রশাসন থেকে আজকে যে খাবারের ব্যবস্থা করা হয়েছে তা আসলেই খাওয়ার যোগ্য ছিলো না । শিক্ষার্থীদের সাথে এমন তামাশা না করলেও পারতো হল কর্তৃপক্ষ।

শেরে বাংলা হলের প্রভোস্টের কাছে এমন খাবার পরিবেশন সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বিডিটাইম কে বলেন, সাতশত জনের খাবার রান্না করা হয়েছে, আপনি কত জনের কাছে থেকে শুনেছেন? আর এবিষয়ে আমি এখনও জানি না, জেনে জানাচ্ছি।
পরবর্তীতে একাধিকবার কল দেয়া হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

এবিষয়ে উপাচার্যের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ বিষয়ে তিনি প্রতিবেদককে বিষয়টি এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে কঠোর পদক্ষেপ নেবেন বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish