ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী মাইসা ফওজিয়া মিমের জানাজা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৩১ অক্টোবর) বেলা সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল কুয়াকাটা মহাসড়ক এ হাজারো শিক্ষার্থীর উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভোলার মোড় সংলগ্ন বরিশাল কুয়াকাটা মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাস চাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত ঐ শিক্ষার্থীর নাম মাইশা ফৌজিয়া মিম৷ তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বুধবার ( ৩০ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, নারায়নগঞ্জ ট্রাভেলস নামে কুয়াকাটা থেকে বরিশালগামী এ বাসটি ঐ শিক্ষার্থীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা সেরনিয়াবাত সেতুর টোলে বাসটিকে আটক করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসে।শিক্ষার্থীরা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে ও বাসটি আগুন দিয়ে পুরিয়ে দেয়।
গতকাল রাতের পর আজ সকল থেকে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা দ্রুত বিচার সহ বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছে।