ববি প্রতিনিধি (মো:সাইফুল ইসলাম হৃদয়)
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেখ হাসিনা ছাত্রী হলের নতুন প্রভোস্ট হিসেবে নিযুক্ত হয়েছেন লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইসরাত জাহান।
মঙ্গলবার (১১ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশ প্রকাশ করার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন এই প্রভোস্ট দায়িত্ব পালন করবেন।
আদেশে জানানো হয়,ড. ইসরাত জাহান সহযোগী অধ্যাপক,লোক প্রশাসন বিভাগ কে শেখ হাসিনা হলের প্রভোস্ট হিসেবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। উল্লিখিত দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন, তবে যদি তাঁরা একাধিক অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন সেক্ষেত্রে বিধি মোতাবেক যেকোনো একটির ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন।
নব দায়িত্বপ্রাপ্ত প্রভোস্ট ড.ইসরাত জাহান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং চিনের চীন ইউনিভার্সিটি অফ জিওসায়েন্সেস, উহান, চীন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।বর্তমানে তিনি (ববি) লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডক্টর ইসরাত জাহান বলেন, প্রত্যেকটা দায়িত্ব আমার কাছে গুরুত্বপূর্ণ।যেহেতু আমি বিশ্ববিদ্যালয় ছাত্রী থাকা অবস্থায় হলে ছিলাম সেহেতু আমি শিক্ষার্থীদের কোন বিষয়ের উপর জোড় দিতে হবে এ বিষয়ে অবগত। শিক্ষার্থীরা যেভাবে তাদের নিজ বাড়িতে খাবার,পরিবেশগত ও আবাসন সুবিধা পায় এখানেও যেন তারা তাদের সেকেন্ড হোম হিসেবে পুষ্টিকর, মানসম্মত খাবার ও পরিবেশগত সুবিধা পায় আমি সেই চেষ্টা করব এবং হলটির সার্বিক উন্নয়নের চেষ্টা করব। এছাড়াও শিক্ষার্থীদের যে কোন সমস্যায় সব সময় পাশে থাকার আশ্বাস দেন তিনি। এ দায়িত্ব দেওয়ায় ববি উপাচার্যের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন তিনি।