Top 5 This Week

ববি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে মৌরী – ইনামুল

 

ববি প্রতিনিধি

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪-২৫ কার্যবর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ফারহানা আফসার মৌরী সভাপতি এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. এনামুল হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয় ও সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।
সংগঠনটির ববি শাখার নতুন মনোনীত সভাপতি ফারহানা আফসার মৌরী বলেন, লেখালেখি একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। দক্ষ ও সৃষ্টিশীল লেখকরা সমাজের অগ্রগতি ও অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সহায়ক হতে পারে। আমাদের সমাজ আজ অনেক চ্যালেঞ্জের সম্মুখীন। এই চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ ও সৃষ্টিশীল লেখকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ দেয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish