বিডিটাইম ডেস্ক
বরিশালে জেলা ও মহানগর জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে একদল দুর্বৃত্ত। শনিবার (৩১ মে) রাত ৮টার দিকে নগরের ফকিরবাড়ি সড়কের সিহাব ভিলার দ্বিতীয় তলায় অবস্থিত দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। হামলাকারীরা চেয়ার-টেবিল, আলমারি ও অন্যান্য আসবাবপত্র ভেঙে তছনছ করে দেয়। দলীয় সাইনবোর্ডও ভেঙে ফেলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একদল লোক লাঠিসোঁটা হাতে হঠাৎ করেই দলীয় কার্যালয়ে হামলা চালায় এবং মিনিটখানেকের মধ্যে ভাঙচুর শেষে চলে যায়। ঘটনার সময় কার্যালয়ে নেতা-কর্মীরা না থাকায় বড় ধরনের সংঘর্ষ না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জাতীয় পার্টির বরিশাল মহানগর আহ্বায়ক মহসিন উল ইসলাম বলেন, “রাতের অন্ধকারে কিছু লোক লাঠিসোঁটা নিয়ে এসে দলীয় কার্যালয়ে গিয়ে ভাঙচুর চালিয়েছে। এটি পরিকল্পিত হামলা। আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নিচ্ছি।”
রাতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ভাঙচুরের চিহ্ন স্পষ্ট। দেয়ালে ক্ষত, ভাঙা টেবিল-চেয়ার এবং ছড়ানো কাগজপত্র যেন হামলার তাণ্ডবের সাক্ষ্য দিচ্ছিল।
এ বিষয়ে জানতে চাইলে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “ভাঙচুরের ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে, শনিবার বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করে দলটি। সেই মিছিলে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় একদল ব্যক্তি। এতে জাপার অন্তত ছয়জন নেতা-কর্মী আহত হন। জাপার নেতা-কর্মীরা হামলাকারী এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেন।
পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনার প্রেক্ষাপটে জাতীয় পার্টির পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।