Top 5 This Week

বশেমুরবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গণহত্যা দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্য সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় আজ সোমবার (২৫ মার্চ) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া বিকালে কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

২৫ মার্চের সেই ভয়াল কালরাত স্মরণে রাত ১১:০০ থেকে ১১:০১ পর্যন্ত ১ মিনিট সরকার ঘোষিত গণহত্যা দিবসের কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতীকী ব্যাক আউট পালন করা হবে।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাদুকরী ভাষণে স্বাধীনতার দিকনির্দেশনা পাওয়ার পর মুক্তিকামী আপামর জনতার মধ্যে বিদ্রোহে দানা বাঁধতে থাকে। অন্যদিক পাকিস্তানি সেনাবাহিনী প্রস্ততি নেয় নারকীয় নিধনযজ্ঞের। বাঙালির মুক্তির আন্দোলনকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য একাত্তরের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয় পড়ে ‘অপারেশন সার্চলাইট’ পরিচালনা করে। ভয়ংকর সেই রাত শুধু ঢাকায় ৭ হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish