কুবি প্রতিনিধি:
তিন মাস সাতদিনেও হাসপাতালের বেড থেকে মুক্তি মিলেনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইরফান উল্লাহর।
গতবছর নভেম্বর মাসের ৯ তারিখ (কুবি) ঢাকাগামী তিশা বাসের ধাক্কায় আহত হয়ে বর্তমানে ইবনে সিনা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা নড়ছেন।
তিনি পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ইরফানের গ্রামের বাড়ি চট্টগ্রামের জেলার সাতকানিয়া উপজেলায়।
খোঁজ নিয়ে জানা যায়, দূর্ঘটনার আজ তিন মাস অতিক্রম হলেও ইরফানুল্লাহর শারীরিক অবস্থার তেমন একটা পরিবর্তন হয়নি। টানা তিনমাস আইসিইউতে রাখার পর গত ১০ ফেব্রুয়ারি কেবিনে স্থানান্তর করা হয়। তবে জ্ঞান না ফেরার কারণে কাউকে চিনতে পারতেছে না তিনি। এমনকি শরীরের নিচের পঁচা অংশ শুকায়নি।
ডিপার্টমেন্টের সূত্রে জানা যায়, এখন পর্যন্ত আইসিইউ এর বিল ছাড়া পরিবার ২৩ লক্ষ টাকা খরচ করেছে । আইসিইউ এর বিল প্রায় ২৭ লক্ষ টাকা। যার উল্লেখযোগ্য অংশ এখনো অপরিশোধিত। প্রতিদিন গড়ে প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হচ্ছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সামির হক এক ফেসবুক পোস্টে ইরফানুল্লাহর জন্য মানবিক সাহায্যের আবেদন করেন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কাছে ইরফানের চিকিৎসার জন্য সহযোগিতা কামনা করেন।
ইরফানের বড় ভাই মুহিবুল্লাহ বলেন, প্রশাসন, ডিপার্টমেন্ট, সংগঠন আমাদের তাদের সামর্থ অনুযায়ী সাহায্য করেছে। কিন্তু তা দিয়ে চিকিৎসার সামান্য কাজ শেষ হয়েছে। এখনোও সাতাশ লক্ষ টাকা বাকি রয়েছে। সামনে কত টাকা লাগে জানি না। আমরা এখন নিঃস্ব। আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন।
সাহায্যের জন্য ০১৫৩৫৭৬০৫২২ (রকেট, বিকাশ ও নগদ)। মুহিবুল্লাহ, ইরফানের বড় ভাই।