বিডিটাইম ডেস্ক :
উত্তরপূর্বাঞ্চলের সঙ্গে ভারতের অন্যান্য অংশের যোগাযোগ জোরদারে বাংলাদেশের ভেতর দিয়ে একটি নতুন অর্থনৈতিক করিডোর নির্মাণের প্রস্তাব করেছে মেঘালয় সরকার।
হিলি-মাহেন্দ্রগঞ্জ আন্তঃসীমান্ত অর্থনৈতিক করিডোরের পাশাপাশি এই করিডোর নির্মাণ সম্ভব বলে মনে করছে মেঘালয় সরকার।কনরাড সাংমা বলেছেন, “বাংলাদেশের ভেতর দিয়ে হিলি ও মাহেন্দ্রগঞ্জের মধ্যে সংযোগ স্থাপন করা গেলে মেঘালয়, আসামের বরাক উপত্যকা ও ত্রিপুরার সঙ্গে কলকাতার দূরত্ব ৬০০-৭০০ কিলোমিটার কমে যাবে।
এটি হতে পারে একটি সমান্তরাল অর্থনৈতিক করিডোর। তবে কখন এটি বাস্তবায়িত হবে, তা বলা মুশকিল, কারণ এর সঙ্গে বাংলাদেশ সরকারও জড়িত। ক্ষমতা পরিবর্তনের আগে প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকে নয়া দিল্লি ঢাকার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে। আমি এই করিডোরের জন্য আবারও চাপ দেব।”