Top 5 This Week

বাংলাদেশ ব্যাংকের নতুন নোটে যবিপ্রবির লোগো যুক্ত গ্রাফিতি

যবিপ্রবি প্রতিনিধি:

বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত নতুন দুইশত টাকার নোটে স্থান পেয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শিক্ষার্থীদের আঁকা একটি ব্যতিক্রমী গ্রাফিতি, যাতে রয়েছে বিশ্ববিদ্যালয়ের লোগো।

এ গ্রাফিতিটি খুলনার এক দেয়ালে আঁকা হয়েছিল সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ‘জুলাই অভ্যুত্থান’-এর স্মৃতিকে কেন্দ্র করে।

গত ১ জুন (রবিবার) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের নোট বাজারে ছাড়া হয়। নতুন দুইশত টাকার নোটে যবিপ্রবির লোগো সম্বলিত এই গ্রাফিতির অন্তর্ভুক্তি বিশ্ববিদ্যালয়জুড়ে গর্ব ও আনন্দের আবহ সৃষ্টি করেছে।

এই গ্রাফিতি অঙ্কনে অংশ নেওয়া খুলনা জেলা সমিতির সভাপতি ও যবিপ্রবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমন হাওলাদার বলেন,“দুইটা ছোট ভাই খুব আগ্রহ নিয়ে একদম জেঁকে বসে—ভাই, চলেন কিছু একটা করা লাগবে। তখন আমার লিগামেন্ট ইনজুরি থাকা সত্ত্বেও ওদের নিয়ে বের হয়ে সব ঠিকঠাক করে পরদিন আর্ট শুরু করি এবং ট্রাফিকের দায়িত্বও পালন করি। তবে এটি যে জাতীয় পর্যায়ে যাবে, তা কল্পনাতেও ছিল না। আমরা সবাই বেশ আনন্দিত।”*

ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহানুর রহমান জানান,“গত ২৬ মে সোশ্যাল মিডিয়ায় নতুন নোটের একটি ছবি ছড়িয়ে পড়লে বুঝতে পারি আমাদের কাজটা হয়ত জাতীয় স্বীকৃতি পেয়েছে। আজ নিশ্চিতভাবে জানতে পেরে মনে হচ্ছে এটা শুধু খুলনাস্থ যবিপ্রবিয়ান নয়, বরং পুরো যবিপ্রবির জন্য এক গর্বের মুহূর্ত।”

তিনি আরও বলেন,“স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দেশের সংকটময় সময়ে খুলনায় আমরা যবিপ্রবির শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তার পাশাপাশি একটি বার্তাবাহী গ্রাফিতি আঁকার সিদ্ধান্ত নিই। রোদ-বৃষ্টি উপেক্ষা করে দুইদিন ধরে কাজ করি। ভাবিনি, এটি একদিন নতুন নোটের অংশ হয়ে যাবে।”

একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিয়াম বলেন,“আমরা খুলনাস্থ যবিপ্রবি অ্যাসোসিয়েশন সামাজিক দায়বদ্ধতা থেকে গাছ রোপণ, ট্রাফিক নিয়ন্ত্রণ ও দেয়ালে গ্রাফিতি আঁকার উদ্যোগ নিই। আমাদের গ্রাফিতিতে দেশের ঐতিহ্য, ধর্মনিরপেক্ষতা ও ঐক্যের বার্তা ছিল। আলহামদুলিল্লাহ, এই গ্রাফিতি বাংলাদেশ ব্যাংকের নতুন দুইশত টাকার নোটে স্থান পেয়েছে—যা আমাদের জন্য গর্বের ও আনন্দের।”

এ ঘটনায় যবিপ্রবি শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। জাতীয় স্বীকৃতি পাওয়ায় এটি বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাসে এক অনন্য সংযোজন হয়ে থাকল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish