Top 5 This Week

বাউফলে আ’লীগ নেতার আমন্ত্রণে জামায়াত নেতা কর্মীদের মধ্যাহ্নভোজ

Spread the love

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে এক আওয়ামীলীগ নেতার আমন্ত্রণে জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ ও তাঁর দলীয় নেতা কর্মীদের মধ্যাহ্নভোজন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে বিতর্ক।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাউফল পৌর আওয়ামীলীগের ৭নং ওয়ার্ডের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সম্পাদকমন্ডলীর সদস্য মো. নুরুল হক মিয়ার আমন্ত্রণে আজ শুক্রবার বাউফল পৌর এলাকার ৭নং ওয়ার্ডের শামনুর সিকদার জামে মসজিদে জুমার নামাজ পড়েন জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ।

তাঁর আগমন উপলক্ষ্যে ওই মসজিদের সাধারণ মুসল্লিদের মধ্যে বিরিয়ানির প্যাকেট বিতরণ করেন ওই আওয়ামীলীগ নেতা এবং জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ ও তাঁর সফর সঙ্গীদের জন্য ওই আওয়ামীলীগ নেতার বাড়িতে পৃথকভাবে দুপুরের খাবারের আয়োজন করা হয়।

বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে বিতর্ক এড়াতে আওয়ামীলীগ নেতার বাড়ি পরিবর্তন করে ওই আওয়ামীলীগ নেতার ভাইয়ের ছেলে যুবদল নেতা আনোয়ার হোসেনের বাসায় খাবারের স্থান নির্ধারণ করা হয়। এরপর ওই আওয়ামীলীগ নেতার বাড়িতে রান্না করা গরুর মাংস, মুরগি মাংস, পোমা মাছ, করলা ভাজি, ডাল ও ভাত নিয়ে আসা হয় যুবদল নেতা আনোয়ার হোসেনের বাসায়।

পরে ওই যুবদল নেতার বাসায় জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ তার সফরসঙ্গী জামায়াত নেতা কর্মীদের নিয়ে দুপুরের খাবার খান। ওই মধ্যাহ্ন ভোজে জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদসহ আরো ১৫থেকে ২০জন জামায়াত নেতা কর্মী অংশ নেয়, এসময় সেখানে আলোচিত যুবলীগ কর্মী শেখ হাসিনার কথিত পুত্র সুধীর নন্দী উপস্থিত ছিল।

আওয়ামীলীগ, বিএনপি এবং জামায়াতের এমন মিশেল দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
এ ঘটনায় জাতীয় নাগরিক কমিটির বাউফল উপজেলা শাখার অন্যতম সদস্য মু. জাকির হোসেন বলেন, যদি এই ঘটনা সত্য হয়ে থাকে তাহলে বিষয়টি জুলাই আন্দোলনের স্পিরিট বিরোধী কাজ।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন বলেন, এই ভোজন জুলাই শহিদদের রক্তের সাথে প্রতারণা এবং এই ঘটনার সাথে ওই যুবদল নেতার সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে যুবদল নেতা আনোয়ার হোসেন বলেন, আমার বাসায় কোনো দাওয়াত ছিলোনা, মসজিদে দাওয়াত ছিল। নুরুল হক মাস্টারের বাসায় রান্না করা হয়েছে, বৃষ্টি নামছে এসময় নুরুল হক মাস্টারের মেয়ে জামাই অলিউল আমার কাছে এসে আমার বাসায় বসে তাদেরকে খাওয়ানোর জন্য অনুরোধ জানান, এরবেশি কিছু নয়।
এ ঘটনায় এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. মুজাহিদুল ইসলাম শাহিনের সাথে স্থানীয় সাংবাদিকরা যোগাযোগ করলে তিনি এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে আওয়ামীলীগ নেতা মো. নুরুল হক মিয়ার কাছে জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদকে আমন্ত্রণ জানানোর বিষয়ে জানতে চাইলে তিনি আমন্ত্রণ জানানোর বিষয়টি অস্বীকার করে বলেন, একজন মেহমান আসছেন তাকে উপস্থিত মতে আপ্যায়ন করা হয়েছে, আমার বাসায় খায় নাই, আনোয়ারের বাসায় খেয়েছে, কতজন খেয়েছে জানতে চাইলে বলেন, আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না, আমি এক কোনায় বসে ছিলাম।
রান্নার বাবুর্চিরা জানিয়েছেন আগে থেকেই নাকি তাদের প্রস্তুতি ছিল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ওরা আগে জানে কীভাবে, আজ সকালে,,,,,,,আমি এবিষয়ে কিছু জানি না।

এ ঘটনায় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমাকে একজন বাউফলবাসী দাওয়াত দিয়েছেন আমি সেখানে গিয়েছি, সে আওয়ামীলীগ নাকি অন্য কোনো দলের সেটা আমার জানা নেই, এক ভাইয়ের দাওয়াতে গিয়েছি। বিভেদ তৈরি করে সমাজের ভালো করা যায়না, মিলেমিশেই ভালো সমাজ তৈরি করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish