Top 5 This Week

বাকৃবিতে টিম উৎসবের ‘রোদ্দুর সমাচার’ উদ্‌যাপিত

Spread the love
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উদ্‌যাপিত হয়েছে টিম উৎসব সংগঠনের রোদ্দুর সমাচার উৎসব।
রবিবার (২ জুন) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের মরণসাগর সংলগ্ন মাঠে বিকাল সাড়ে ৫ টায় আয়োজিত হয়েছে এই উৎসব। বাংলা বছরের প্রথম ঋতুকে আমন্ত্রণ জানাতেই এই উৎসবের আয়োজন করা হয়।
বিচিত্র এই উৎসব পুতুল নাচ, হালখাতা সমাচার সহ নানামুখী  আয়োজনে উদ্‌যাপিত হয়েছে। উৎসব উপলক্ষ্যে ‘আলোকচিত্রে ফুল’ পর্বের আয়োজন করা হয়েছিল। বিশিষ্ট এই পর্বে, ক্যাম্পাসের শিক্ষার্থীদের ক্যামেরাবন্দি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণের ফুটে উঠা ফুলের ছবির প্রদর্শনী করা হয়েছে। এছাড়াও, উৎসব প্রাঙ্গণের বিভিন্ন জায়গা জুড়ে স্টলে স্টলে বাঙালি ঐতিহ্যের নানা মুখরোচক খাবার পরিবেশন করা হয়েছে।

উৎসব প্রাঙ্গণ জুড়ে ছবি তোলবার জন্যে নানা জায়গায় স্থাপন করা হয়েছিল বিভিন্ন কারুকর্ম। পাশাপাশি পুরো পরিবেশকে জাঁকজমকপূর্ণ করে রাখতে উৎসব জুড়ে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের। উৎসবমুখর এই পরিবেশকে মাতিয়ে রেখেছিলো আনন্দঘন এই সাংস্কৃতিক সন্ধ্যা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী শাড়ি পাঞ্জাবির সাজ উৎসবকে পরিপূর্ণ করে তুলেছিলো।
টিম উৎসবের সাধারণ সম্পাদক নুবাহ নাশিতা ফারিহাত উৎসব সম্পর্কে বলেন, টিম উৎসব আয়োজিত আরো এক কাপ চা এর পরবর্তীতে রোদ্দুর সমাচার আয়োজন করা হয় একদম সদ্য-যুক্ত নতুন সদস্যদের নিয়ে। বৈরী আবহাওয়া এর জন্যে একবার ৩০ তারিখ থেকে পিছিয়ে আজকে উৎসব টি সফলভাবে করতে পারা ই আমাদের সবচেয়ে বড় সার্থকতা। আশা করি, টিম উৎসব সবসময়ই এভাবে উৎসবমুখর করে রাখবে বাকৃবি কে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish