Top 5 This Week

বাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ

বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ৫৯তম ব্যাচের (লেভেল ৩, সেমিস্টার ২) শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি সম্মেলন কক্ষে ওই কিটবক্স বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বাকৃবি ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগ।
সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোমেনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরি উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে কিট বক্স তুলে দেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ, নাভানা ফার্মার মার্কেটিং বিভাগের প্রধান ডা. মানিক চন্দ্র পাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ ও ৫৯ ব্যাচের শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরি বলেন, আমরা শুধু শিক্ষার্থীদের একটি ভিত্তি প্রদান করি। সেই ভিত্তির উপর শক্তভাবে দাঁড়াতে, নিজেকে আরও এগিয়ে নিয়ে যেতে চেষ্টা নিজেকেই করতে হবে। ভেটেরিনারিয়ানদের সংখ্যা বেড়েছে, সেই সাথে কোয়াকদের সংখ্যাও বেড়েছে। তাই উচ্চতর দক্ষতা ছাড়া প্রাণিচিকিৎসা করা সম্ভব নয়। আমাদের ছাত্রদের মধ্যে বিশ্বমানের সার্জারি করার সক্ষমতা আছে। ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রী স্পেশাল কোনো ডিগ্রি নয় , এটা একটা ফাউন্ডেশন ডিগ্রি । এখান থেকে ভিত্তিটা গড়ে গিয়ে দক্ষ হয়ে উঠতে হবে। প্রকৃত দক্ষ হতে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর এই বাড়তি চেষ্টায় সহায়ক হবে সার্জিক্যাল কিট বক্সটি।
শিক্ষার্থীরা সময়ের সদ্ব্যবহার করে সফলতার শিখরে পৌঁছে গর্বিত ভেটেরিনারিয়ান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের ৫৯তম ব্যাচের মোট ১৯৮ জন শিক্ষার্থীর মাঝে কিট বক্স বিতরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish