ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভোলার মোড় সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাস চাপায় মাইশা ফৌজিয়া মিমের নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন৷ তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সাকিবুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার ( ৩০ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এক ফলের দোকানী বলেন, গাড়ির গতি অনেক বেশি ছিলো। মেয়েটি হাত উঁচিয়ে রাস্তা পার হচ্ছিল। কিন্তু বাসটি মেয়ের উপর অর্তকিতভাবে উঠিয়ে দিয়ে চলে যায়। মেয়েটি গাড়ির দুই চাকার মাঝখানে পড়ে যায়। কিন্তু গাড়িটি থামায় নি। পরে লোকজন এসে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা যায়, নারায়নগঞ্জ ট্রাভেলস নামে কুয়াকাটা থেকে বরিশালগামী এ বাসটি ঐ শিক্ষার্থীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা সেরনিয়াবাত সেতুর টোলে বাসটিকে আটক করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসে।
শিক্ষার্থীরা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে ও বাসটি আগুন দিয়ে পুরিয়ে দেয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা দ্রুত বিচার সহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন,আগামী দুপুর ১২টার মধ্য নিহত শিক্ষার্থীর বিচার, ক্ষতিপূরণ আদায়, অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আসা এবং সড়কে স্পিডব্রেকারসহ দুর্ঘটনা এড়াতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন৷