Top 5 This Week

বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করলেন যুবদল নেতা

Spread the love

বিডিটাইম ডেস্ক

রাজধানীর সেন্ট্রাল রোডে প্রকাশ্য সড়কে কুপিয়ে এক যুবককে জখম করার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

জানা গেছে, রোববার (১৮ মে) রাত ১২টার দিকে নিউমার্কেট থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবক সাইফ হোসেন মুন্না কলাবাগান ওয়ার্ড বিএনপির একজন কর্মী।

দুই মিনিট ছয় সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই যুবকের সামনে মোটরসাইকেলে এসে দাঁড়ায় আরও দুই যুবক। হঠাৎ তিনজন মিলে এক যুবককে মারধর শুরু করে। এরপর পাঞ্জাবি ও হেলমেট পরা একজন যুবক মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। কিছুক্ষণ পর যখন ভুক্তভোগী যুবক নিস্তেজ হয়ে পড়েন, তখন হামলাকারীরা মোটরসাইকেলে চড়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় মুন্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্ণবাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ ভর্তি করা হয়। স্বজনদের দাবি, মুন্নার দুই হাতে ১০ থেকে ১৫টি কোপ লেগেছে, যার ফলে হাতের গুরুত্বপূর্ণ রগ কেটে গেছে।

পুলিশ জানিয়েছে, এ হামলার পেছনে রয়েছে বিএনপি ও যুবদলের অভ্যন্তরীণ কোন্দল। আহত মুন্না বিএনপির ১৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মইনুদ্দিন মইনের অনুসারী। অপরদিকে, হামলার নেতৃত্ব দিয়েছেন যুবদল কর্মী এমসি শুভ, যিনি একই থানা এলাকার অপর একটি পক্ষের সদস্য।

কলাবাগান থানার ওসি ফজলে আশিক জানান, “ঘটনার পরই আমরা নিউমার্কেট থানার সঙ্গে সমন্বয় করে ঘটনাস্থলে যাই। ভিক্টিমের সঙ্গেও কথা বলেছি। তাদের লিখিত অভিযোগ দিতে বলেছি, আমরা প্রস্তুত আছি আইনগত সহায়তা দিতে।”

নিউমার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ বলেন, “হামলাকারীরা স্থানীয়, চাঁদাবাজ ও এলাকার নিয়ন্ত্রক হিসেবে পরিচিত। প্রাথমিকভাবে জানা গেছে, দুই পক্ষের চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলা হয়েছে।”

কলাবাগান থানা বিএনপির ১৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মইনুদ্দিন জানান, “আহত মুন্না আমার রাজনীতি করে। তাকে ডেকে এনে এমসি শুভ ও তার সহযোগীরা কুপিয়েছে। শুভর বিরুদ্ধে আগেও অস্ত্র ও মাদকের অভিযোগ ছিল। এক মাস আগে পুলিশ তাকে ধরলেও যুবদলের একটি অংশ মিছিল করে তাকে ছাড়িয়ে এনেছে।”

তিনি আরও বলেন, “মুন্না কোনোদিন চাঁদাবাজি করে না। এগুলো করা হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে ও নিজেদের প্রভাব বিস্তারে।”

ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish