বিজয়ের বর্ণিল সাজে কুবি

0
72
Spread the love

কুবি প্রতিনিধি:

রাত পোহালেই মহান বিজয় দিবস। এই দিনে বিশ্ব মানচিত্রে জন্ম নেয় নতুন একটি দেশ। শুরু হয় এক নতুন অধ্যায়ের। এই অর্জনের পিছনে আছে এক বিভীষিকাময় গল্প।

সেই গল্পের ৫২ তম বছরকে বরণ করে নিতে বর্ণিল সাজে সেজেছে লাল মাটির সবুজ ক্যাম্পাস খ্যাত কুমিল্লা বিশ্ববিদ্যালয়। গল্পের ৫২ তম বছরকে বরণ করে নিতে বর্ণিল সাজে সেজেছে লাল মাটির সবুজ ক্যাম্পাস খ্যাত কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

সূর্য ঢলে পড়ার পর সন্ধ্যা নামার সাথে সাথেই ক্যাম্পাসে জ্বলে উঠে লাল-সবুজ আলো। আলোকসজ্জায় রঙিন ক্যাম্পাস যেন পরিণত হয়েছে একখণ্ড লাল সবুজের পতাকায়।
বিভিন্ন রঙের আলোকসজ্জা ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করছে। বিশ্ববিদ্যালয়ের এমন নৈসর্গিক সৌন্দর্যে অভিভূত শিক্ষার্থীরা।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, প্রশাসনিক ভবন, ক্যাম্পাসের মেইন গেইট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, কাজী নজরুল ইসলাম হল, শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হল এবং নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হল, শেখ হাসিনা হল ও ভিসি বাংলোসহ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সারিবদ্ধ গাছের ডালে ও দেয়ালে লাল-সবুজসহ বিভিন্ন রঙের আলোকসজ্জা শোভা পাচ্ছে।

এদিকে দিনটি উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দিবসের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টা ২০ মিনিটে বিজয় র‍্যালি। র‍্যালি শেষে শহিদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর আবাসিক হলসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। এদিনে প্রশাসনিক ভবন ও হলসমূহ থেকে বঙ্গবন্ধুর ভাষণ ও বিভিন্ন দেশাত্মবোধক গান প্রচারিত হবে। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে শেষ হবে সারাদিনের কর্মযজ্ঞ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here