Top 5 This Week

বিশ্ববিদ্যালয়ে কোন রাজনীতি থাকবে না : যবিপ্রবি উপাচার্য

Spread the love

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  (যবিপ্রবি) কোন প্রকার রাজনীতি থাকবে না বলে মন্তব্য করেছেন উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ।
রবিবার( ০২ ফেব্রুয়ারি)  কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন।

উপাচার্য আরো বলেন, ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী কোনো প্রকার রাজনীতিই থাকবে না। তবে দেশ ও জাতির প্রয়োজনে ও ক্রান্তিকালে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী আমরা সকলে মিলে কাজ করব। শিক্ষার্থীরা সচেতন থাকলে ক্যাম্পাসে কোনো প্রকার রাজনীতি আমরা গ্রহণ করব না। রাজনীতির সাথে যারাই জড়িত হবে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের আইনে ব্যবস্থা নেওয়া হবে, এ বিষয়ে কোনো প্রকার শিথিলতা থাকবে না আমাদের।

শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করতে প্রণোদনার বিষয়ে তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে আগত আর্থিকভাবে অস্বচ্ছল নবীন শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করা হবে। এছাড়া বৃহৎ পরিসরে বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে এগিয়ে নিয়ে যেতে প্রায় ২০০-৪০০ শিক্ষার্থীকে প্রজেক্ট ফান্ডিং করব, কিন্তু শর্ত থাকবে এ প্রজেক্ট থেকে প্রত্যেকের একটি ভালো মানের গবেষণাপত্র প্রকাশ করতে হবে। তাহলে শিক্ষার্থীরা যেমন লাভবান হবে তেমনি বিশ্ববিদ্যালয়ও সামনে এগিয়ে যাবে, এগিয়ে যাবে দেশ।

অনুষ্ঠানে সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মোঃ গালিবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি অনুষদের ডীন ইঞ্জি. ড. মোঃ আমজাদ হোসেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের অধ্যাপক ড. মোঃ আলম হোসেন, সহযোগী অধ্যাপক ড. মোঃ কামরুল ইসলাম, সহকারী অধ্যাপক  ড. মোঃ নাসিম আদনান, লেকচারার শেখ সালাউদ্দিন কবীর ও আবু রাফে মোঃ জামিল সহ সিএসই বিভাগের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান, সিএসই ক্লাবের দায়িত্ব হস্তান্তর ও আলোচনা সভা । এরপর বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish