Top 5 This Week

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে যবিপ্রবিতে যত আয়োজন

Spread the love

 

যবিপ্রবি প্রতিনিধি :

১৯ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন। রবিবার (১৯ জানুয়ারি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ মীর মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐদিন জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ রাস্তায় শিক্ষার্থী কর্তৃক আল্পনা আঁকা, কেন্দ্রীয় খেলার মাঠে পিঠা উৎসব, আলোচনা সভা ও সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উৎযাপন করবে যবিপ্রবি। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের কাছ থেকে উদ্ভাবনী আইডিয়া/প্রকল্প/গবেষণা সংক্রান্ত পোস্টার উপস্থাপনের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ সরকার ২০০৭ সালের ২৫ জানুয়ারি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেজেট প্রকাশ করে। এজন্য প্রতিবছর এ দিনটিকে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে উদযাপন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish