Top 5 This Week

বুটেক্সে ১ম ধাপে আসন ফাঁকা ৫১ শতাংশ; দ্বিতীয় ধাপের ভর্তি ৩০ এপ্রিল

Spread the love

বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৪–২৫ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বি.এসসি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের প্রথম ধাপের ভর্তি কার্যক্রম শেষে মোট আসনের প্রায় ৫১ শতাংশই এখনো শূন্য রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন বুধবার (১৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন।

গত ১৬ মার্চ প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগের অধীনে মোট ৬৩০টি আসনের বিপরীতে মেধাক্রম ১ থেকে ৬৪০ পর্যন্ত শিক্ষার্থীকে ভর্তির জন্য আহ্বান জানানো হয়। এছাড়া মুক্তিযোদ্ধা ও উপজাতি কোটার আবেদনকারীরাও এই ধাপে অন্তর্ভুক্ত ছিলেন।

তবে প্রথম দিনে ভর্তি হয়েছেন মাত্র ৩০৭ জন শিক্ষার্থী। ফলে এখনো ৩২৩টি আসন ফাঁকা রয়েছে।

পরবর্তী ধাপের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল (বুধবার)। সে দিন সকাল ৮টা থেকে মেধাক্রম ৬৪১ থেকে ৯৬৩ পর্যন্ত এবং আসন খালি থাকা সাপেক্ষে বেলা ১১টা থেকে ৯৬৪ থেকে ১৩৫০ পর্যন্ত শিক্ষার্থীদের ডাকা হবে।

ভর্তির সার্বিক পরিস্থিতি নিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন বলেন, “আমাদের প্রত্যাশা অনুযায়ী শিক্ষার্থীরা আজ ভর্তি সম্পন্ন করেছে। খুব শিগগিরই আমরা দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু করব। এ বছর ভর্তি পরীক্ষা থেকে শুরু করে সম্পূর্ণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন যে কৌশল নিয়েছিল, তারই ফল আমরা দেখতে পাচ্ছি।”

প্রসঙ্গত, চলতি বছরের বুটেক্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ৭ মার্চ, যেখানে অংশগ্রহণ করেন মোট ১২,৮০০ জন শিক্ষার্থী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish