Top 5 This Week

বুটেক্স নতুন কারিকুলাম মুদ্রার এপিঠ-ওপিঠ

Spread the love

আদিব হোসেন, বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় – বুটেক্সে গত বছর ৪৯ ব্যাচ থেকে OBE (Outcome Based Education) কারিকুলাম চালু করা হয়েছে। গতানুগতিক পদ্ধতি থেকে প্রায়োগিক শিক্ষার উপর জোর দিতে এই কারিকুলাম আনা হয়। তবে এই শিক্ষানীতি মুদ্রার এপিঠ ওপিঠ বলে মন্তব্য করেন শিক্ষার্থীরা।

৪৯ ব্যাচের আই পি ই বিভাগের শিক্ষার্থী জান্নাতুল নাঈম বরাত জানান, পূর্বের কারিকুলামে আট সেট প্রশ্ন থেকে ছয় সেট প্রশ্নের উত্তর দিতে হতো কিন্তু বর্তমান কারিকুলামে ১০ সেট প্রশ্নের ১০টিই উত্তর দিতে হয়। একই সেটের মধ্যে বিকল্প মাঝেমধ্যে থাকলেও তার সংখ্যাও খুবই কম। পাশাপাশি প্রশ্নের সংখ্যা অনুযায়ী সময় আরও বাড়ানো প্রয়োজন।

তবে প্রেজেন্টেশনের ফলে বিভিন্ন টপিক সম্পর্কে বিস্তারিতভাবে  জানার পাশাপাশি পাওয়ার পয়েন্ট,মাইক্রোসফট ওয়ার্ড ও বিভিন্ন এডিটিং সফটওয়্যার প্রয়োগের দক্ষতা বৃদ্ধি পেয়েছে।

৪৯ ব্যাচের এপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এস এম দাহির মাহমুদ বলেন, কোনো প্রশিক্ষণ ছাড়াই প্রেজেন্টেশন দেওয়ার ফলে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। তবে প্রেজেন্টেশনের ফলে নিজেদের মধ্যে দলগত কাজ করা, বিভিন্ন সফটওয়্যার ব্যবহার ও অন্যদের নিকট কোন বিষয় উপস্থাপন করার সক্ষমতা সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, লেভেল ১, টার্ম ১ অর্থাৎ নতুন কারিকুলামের প্রথম সেমিস্টারে ক্লাস টেস্ট বা সিটি কত নম্বরের হবে তা নিয়ে শিক্ষকদেরও পুরোপুরি ধারণা ছিলো না। এজন্য তারা নিজেদের অনুমানের ভিত্তিতে একেকজন ৫, ১০, ১৫ ও ২০ নম্বরের সিটি পরীক্ষা নেন যা শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করে। এছাড়া বিগত কারিকুলামের মতো সিলেবাসের কোন হার্ডকপি না দেওয়ার কারণে কোনো সেমিস্টারের কোর্স সম্পর্কে আগে থেকে ধারণা করাও মুশকিল হয়ে পড়েছে।

ডাইজ এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান তার বিভাগের বিষয়ভিত্তিক কার্যক্রম সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান :এখানে যে বিষয়গুলো যুক্ত করা হয়েছে যদি আমার ডিপার্টমেন্টের বিষয়গুলোর কথা  বলি যেমন: Industrial Law, Environmental issue ,Sustainability Issue ,Life skills, Communicative English , Social compliance etc. এছাড়াও সময়োপযোগী কিছু কোর্স যেমন: Statistics, Data Analysis, Supply Chain  Management, Green Chemistry বিষয়গুলো উচ্চশিক্ষায় খুব গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী। একাডেমিক লেখা,থিসিস, রিসার্চ পেপার কীভাবে লিখতে হয় বা লেখায় কিভাবে উন্নতি করতে হয় এসব বিষয়ও নতুন কারিকুলামায় যুক্ত আছে।

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের আসলে মূল দায়িত্ব শুধু  পড়ানো না বরং একজন ভালো মানুষ তৈরি করা এবং এর সাথে সাথে ভালো শিক্ষাব্যবস্থা,সময়োপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে একজন ভালো গ্রাজুয়েট তৈরি করা যেন গ্রাজুয়েশন শেষে চাকরির পিছনে না ঘুরে  নিজেই নিজের কর্মসংস্থান  তৈরি করতে পারে।

নতুন কারিকুলামে বিভিন্ন প্রতিবন্ধকতা সম্পর্কে জানতে চাইলে তিনি   বলেন, ইতিবাচকভাবে কোন পরিবর্তন হলেও প্রকৃতিগত ভাবে আমরা পরিবর্তনকে স্বীকার না করে  উল্টো বাঁধা সৃষ্টি করি। ডুয়েট,যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোতে কার্যক্রম শুরু হলেও বুটেক্স সেখানে পিছিয়ে।

পরীক্ষা পদ্ধতিসহ বিভিন্ন প্রতিবন্ধকতা সম্পর্কে আমাদের একাডেমিক ও বিভাগীয় কমিটি কাজ করছে এবং অতি শীঘ্রই সমাধান হবে বলে আশা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish