Top 5 This Week

কুবি বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নেতৃত্বে মাসুম-সায়েম

Spread the love

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক হয়েছেন আইসিটি বিভাগের শিক্ষার্থী সায়েম মুহাইমিন।

শুক্রবার (২২ নভেম্বর) নয় সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

উক্ত কমিটিতে অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে রয়েছেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শাহীন আলম, ক্যাম্পাস কোঅর্ডিনেটর হিসেবে রয়েছেন আইসিটি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মহিউদ্দিন ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শাহাদাত তানভীর রাফি, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি হিসেবে রয়েছেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আল আমিন ভুঁইয়া ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সাঈদুল হাসান, প্রেস সেক্রেটারি হিসেবে রয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আনিসুর রহমান এবং ফিন্যান্স সেক্রেটারি হিসেবে রয়েছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আজাদ হান্নান।

সংগঠনটির সভাপতি মাসুম বিল্লাহ বলেন, বুদ্ধিবৃত্তিক চর্চা এবং শিক্ষা উপযোগী সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ‘পাটাতন’ প্রতিষ্ঠা লাভের প্রয়োজনীয়তা ব্যাপক বলে মনে করি। বিশ্ববিদ্যালয়ে বাহ্যিকভাবে নানা অবকাঠামোগত উন্নয়ন হলেও এর কাঙ্ক্ষিত পরিবেশ ও মান অনেকাংশেই নিশ্চিত হয়নি। লেজুড়বৃত্তিক রাজনীতি, দলীয়করণ, মাদক ও সন্ত্রাসের কুপ্রভাব থেকে বেরিয়ে এসে শুদ্ধ চিন্তা, মুল্যবোধ এবং যুগোপযোগী জ্ঞান চর্চার প্রচেষ্টা চালানো হবে এর প্রধান উদ্দেশ্য।

সাধারণ সম্পাদক সায়েম মুহাইমিন বলেন, চিন্তা হল একটি যুদ্ধের নাম! আর এই যুদ্ধ,একটি প্রজন্মের জন্য, একটি জাতির জন্য, এবং একটি সভ্যতার জন্য। নতুন একটি বাংলাদেশ, সমৃদ্ধ, বসবাস যোগ্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে চিন্তার পুনর্গঠনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রজন্মের প্রতিনিধিত্ব করবে। আর প্রতিনিধিত্বে পাটাতন হবে শক্তিশালী ভিত্তির নাম।

উল্লেখ্য, ২০২৪ সালে বন্যাদুর্গতদের সাহায্যের মাধ্যমে কাজ শুরু করে পাটাতন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish