বিডিটাইম ডেস্ক
ফেনী জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার পর শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতিবৃষ্টি ও ভারতের উজানের ঢলে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এমন অবস্থায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য ১০ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য আটটি সাধারণ শিক্ষা বোর্ডে উক্ত তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ড জানায়, অনিবার্য কারণে ১০ জুলাইয়ের আলিম ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এছাড়া কারিগরি শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, ১০ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট বোর্ডগুলোর ওয়েবসাইট ও গণমাধ্যমে জানানো হবে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে ২৬ জুন থেকে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত, এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২১ আগস্টের মধ্যে।
এ বছর ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করেছে, যা গত বছরের তুলনায় ৮১ হাজার ৮৮২ জন কম।
২০২৫ সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাস করা সিলেবাস অনুযায়ী। তবে এবার সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময় অনুযায়ী পরীক্ষা নেওয়া হচ্ছে।