Top 5 This Week

বেরোবির আহত শিক্ষার্থীদের তালিকা জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে হস্তান্তর

Spread the love

বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে গত বছরের জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ফরম জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে হস্তান্তর করা হয়েছে।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি, ২০২৫) সকালে রাজধানীর শাহবাগে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে বেরোবির ৩৬জন আহত শিক্ষার্থীর আর্থিক সহায়তা ফরম হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
এ সময় উপাচার্য বলেন, শহিদ আবু সাঈদের ক্যাম্পাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জুলাই বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করে। এই আন্দোলনে অংশ নিয়ে অনেক শিক্ষার্থী শারীরিকভাবে আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য গুরুত্ব সহকারে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি। আর্থিক সহায়তা ফরম গ্রহণের সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রথমবারের মতো যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে সর্বোচ্চ সংখ্যক আহতদের ফরম জমা পড়েছে। বেরোবির আহত শিক্ষার্থীদের জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করা হয়। এসময় বেরোবিতে জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের তালিকা, সুচিকিৎসা, আর্থিক সহযোগিতা কমিটির সদস্য সচিব মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. এ. এম. শাহরিয়ার, ছাত্র প্রতিনিধি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. সোহাগ আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish