বেরোবি প্রতিনিধি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ (এআইএস) বিভাগের দেড় দশক পূর্তি এবং আন্তর্জাতিক একাউন্টিং দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী জমকালো আয়োজনের আয়োজন করা হয়।
১০ নভেম্বর রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। পরে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে মিডিয়া চত্বরে এআইএস বিভাগের দেড় দশক পূর্তি ও আন্তর্জাতিক একাউন্টিং দিবস উদযাপন উপলক্ষে কেক কাটা হয়।
সংক্ষিপ্ত বক্তৃতায় উপাচার্য বলেন, আন্তর্জাতিক একাউন্টিং দিবস ও বেরোবির এআইএস বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী একই দিনে উদযাপন সত্যিই অনন্য। শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের যে ঘনিষ্ঠ সম্পর্ক, তা উদাহরণস্বরূপ এবং অন্যান্য বিভাগের জন্য অনুকরণীয়। এধরনের বন্ধন বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য মঙ্গলজনক।
বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য এআইএস বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের শুভেচ্ছা জানান এবং বলেন, সম্মিলিত প্রচেষ্টায় এই বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে।
অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মোঃ ফেরদৌস রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ এমদাদুল হক, রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদসহ এআইএস বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।