Top 5 This Week

বেরোবিতে আবাসিক সুবিধা সম্প্রসারণ: চালু হলো সেলুন, লন্ড্রি ও স্টেশনারি শপ

Spread the love

বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আবাসিক শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনকে সহজতর করতে নতুনভাবে চালু করা হলো সেলুন, লন্ড্রি এবং স্টেশনারি শপ। সোমবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ার উত্তর পাশে এই তিনটি সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, “তিনটি আবাসিক হলের মাঝামাঝি এই সুবিধাগুলো চালু করা হয়েছে যেন শিক্ষার্থীরা সহজেই তাদের প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারেন। আগে এসব সেবা পেতে শিক্ষার্থীদের ক্যাম্পাসের বাইরে যেতে হতো। এখন তারা ক্যাম্পাসের ভেতরেই এই সুবিধাগুলো পাবেন।”

তিনি আরও বলেন, “এই উদ্যোগ কেবল শিক্ষার্থীদের জন্য নয়, বরং আবাসিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও সমানভাবে উপকারী হবে।”

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, পরিবহন পুলের পরিচালক মোঃ মাসুদ রানা এবং শিক্ষার্থীদের একটি বৃহৎ অংশ।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এসব নতুন সেবাকেন্দ্র শিক্ষার্থীদের সময় ও খরচ উভয়ই সাশ্রয় করবে এবং ক্যাম্পাসে বসবাসের অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। বিশেষ করে যারা আবাসিক হলগুলোতে থাকেন, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে কাজ করবে।

এই উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গঠনের ধারাবাহিক প্রচেষ্টার আরেকটি পদক্ষেপ বাস্তবায়ন করলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish