Top 5 This Week

বেরোবিতে আহত শিক্ষার্থী ও সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল

Spread the love

বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনের আয়োজনে রংপুরে কর্মরত গণমাধ্যমকর্মী ও জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (১২ মার্চ ২০২৫, বুধবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এ আয়োজন করা হয়। প্রধান অতিথি বেরোবির উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। আপনাদের মতামত ও পরামর্শকে আমরা গুরুত্ব দিচ্ছি এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “গণমাধ্যমকর্মীরা সমাজের দর্পণ। তারা সমাজের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তনের জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।” এছাড়া উপাচার্য আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং শহীদদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করেন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি মোঃ স্বপন চৌধুরী, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল আজিজ চৌধুরী সাঈদ, রংপুর রিপোর্টার্স ক্লাব ও রংপুর ইউনিয়ন অব জার্নালিস্টের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, রিপোর্টার্স ক্লাব রংপুরের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ জীবন, রংপুর বিভাগীয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শরিফা বেগম শিউলী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সভাপতি মমিনুল ইসলাম রিপন, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ) রংপুরের মোঃ সাইফুর ইসলাম মুকুল, বেরোবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোবাশ্বের আহমেদ শিপন, চ্যানেল টুয়েন্টিফোরের রংপুর ব্যুরো প্রধান ফখরুল শাহীন প্রমুখ।

এছাড়া জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থী রিফাত রাফি তার অনুভূতি প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করায় আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের মধ্যে আরও সুসম্পর্ক ও সহযোগিতার পরিবেশ তৈরি হবে বলে আমরা আশাবাদী।”

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, এবং সমাপনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ। দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব রকিব উদ্দিন আহাম্মেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, দোয়া ও ইফতার মাহফিল কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, এবং বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে সাংবাদিকদের জন্য এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে করা হবে, যাতে পারস্পরিক সুসম্পর্ক আরও দৃঢ় হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish