বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে “কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ” শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে । ১০ ডিসেম্বর মঙ্গলবার বেরোবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, আধুনিক প্রযুক্তির সংযোজন কৃষিকে আরও কার্যকরী ও লাভজনক করেছে, যেখানে একদিকে কৃষি উৎপাদন বেড়েছে, অন্যদিকে পরিশ্রমও কমেছে।
তিনি আরও বলেন, এই ধরনের উদ্ভাবন শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ জাগাবে এবং কৃষির প্রতি তাদের মনোযোগ বাড়াবে। তিনি আশা প্রকাশ করেন যে, শিক্ষার্থীরা নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে সক্ষম হলে তা দেশীয় চাহিদা পূরণে সহায়ক হবে এবং বিদেশি আমদানির উপর নির্ভরতা কমবে।
সেমিনারের সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, ড. মো. ইলিয়াছ প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন, প্রফেসর ড. মো. মিজানুর রহমান, এবং দিনাজপুরের কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তা, ড. মুহম্মদ শামসুল হুদা।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. মো. নূরুল আমিন। সেমিনারে বেরোবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।