Top 5 This Week

বেরোবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৯৫.৮৮% উপস্থিতি

Spread the love

 

বেরোবি প্রতিনিধি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২ মে) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে।

রংপুর অঞ্চলের সাতটি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রে মোট ১৬ হাজার ১১২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৫ হাজার ৪৪৫ জন, যা শতকরা ৯৫.৮৮ শতাংশ।

পরীক্ষাকেন্দ্রভিত্তিক উপস্থিতির তথ্য নিম্নরূপ:

  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়: ৩,১২৫ জন
  • রংপুর সরকারি কলেজ: ১,৪৪৭ জন
  • সরকারি বেগম রোকেয়া কলেজ: ১,৫৩৭ জন
  • ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ: ৩,৩৫২ জন
  • দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ: ১,৪৩৮ জন
  • পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ: ৩,৩৫৪ জন
  • কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ: ১,৯০৯ জন

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। তিনি জানান, গুচ্ছ পদ্ধতির এ ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয় করেছে এবং যাতায়াতের ভোগান্তি কমিয়েছে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে সব ধরনের প্রস্তুতি নিয়েছিল।

উল্লেখ্য, আগামী ৯ মে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য https://gstadmission.ac.bd/ ওয়েবসাইটে পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish