মোঃ সোলাইমান, বেরোবি প্রতিনিধি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের মধ্যে শিক্ষক সংকটের কারণে ক্লাস নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী।
গত ১৩ নভেম্বর সকালে গণিত বিভাগের নবীন শিক্ষার্থীদের ক্লাস নিতে দেখা যায় তাঁকে। ক্লাস শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে মনোযোগ দেন।
শিক্ষার্থীরা জানান, উপাচার্য ড. শওকাত আলী ৪ নভেম্বর থেকে প্রতিদিন সকাল ৯টায় তাঁদের ক্লাস নিয়ে আসছেন। তাঁরা বলেন, “প্রথম ক্লাসেই ভিসি স্যারকে পেয়ে আমরা সত্যিই সৌভাগ্যবান। স্যার খুব ভালোভাবে পড়ান, তাঁর ক্লাসে একদমই মনে হয় না যে উপাচার্য আমাদের শেখাচ্ছেন।”
এই বিষয়ে উপাচার্য জানান, শিক্ষক সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা রয়েছে। সম্প্রতি দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় এই সংকট আরও তীব্র হয়েছে। শিক্ষার্থীদের যাতে একাডেমিক ক্ষতি না হয়, সেজন্যই তিনি স্বপ্রণোদিত হয়ে ক্লাস নিচ্ছেন।
তিনি আরও বলেন, “ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ ক্লাস নেওয়ার উদ্যোগ নিয়েছেন। আমাদের সংকট তাঁদের তুলনায় বেশি, তাই প্রয়োজনে আমরা অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদেরও ক্লাস নেওয়ার দায়িত্ব দেব।”