Top 5 This Week

বেরোবিতে ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা

Spread the love

বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৫ মার্চ, ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী।

আলোচনা সভায় উপাচার্য বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল রাত বাঙালি জাতির ইতিহাসে এক বিভীষিকাময় অধ্যায়। ওই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঢাকাসহ সারা দেশে নির্মম গণহত্যা চালায়। নিরীহ বাঙালিদের ওপর চালানো সেই বর্বরোচিত হামলার শিকার হয় হাজারো মানুষ।” তিনি আরও বলেন, “১৯৭১ সালে সংঘটিত গণহত্যা ও ২০২৪ সালের জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের মধ্যে পার্থক্য নেই। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য ২০২৪ সালের গণহত্যার যথাযথ বিচার নিশ্চিত করা জরুরি।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আনছার আলী। তিনি তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এবং ১৯৭১ সালের বিভিন্ন গণহত্যার ঘটনা তুলে ধরেন।

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক এবং গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ ইলিয়াছ প্রামাণিক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. মোঃ তানজিউল ইসলাম এবং শিক্ষক মোঃ আকতারুল ইসলাম ও মোঃ হাবিবুর রহমান।

আলোচনা সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish