Top 5 This Week

বেরোবির সাবেক প্রক্টরকে সাময়িক বরখাস্ত

Spread the love

বেরোবি প্রতিনিধি

আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতারের পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরিফুল ইসলামকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ সই করা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত ১৯ নভেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃক গ্রেপ্তারের পর, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(২) ধারা অনুযায়ী শরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে’।

এছাড়া, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, বরখাস্তের সময় তিনি খোরপোষ ভাতা পাওয়ার অধিকারী হবেন এবং এই আদেশ ১৯ নভেম্বর থেকে কার্যকর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish