Top 5 This Week

বেরোবি ক্যাম্পাসে রাজনৈতিক পোস্টার নিষিদ্ধ, অমান্য করলে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী

Spread the love

 

বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন ক্যাম্পাসে রাজনৈতিক ব্যানার, পোস্টার ও ফেস্টুন লাগানো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। কেউ এ নির্দেশনা লঙ্ঘন করলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত বুধবার (৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, ২৮ অক্টোবর অনুষ্ঠিত ১০৮তম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে চাঁদাবাজি, টেন্ডারবাজি, আবাসিক হলের সিট বাণিজ্য এবং দখলদারিত্বসহ লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাম্পাসে কোনো ধরনের রাজনৈতিক পোস্টার, ব্যানার বা ফেস্টুন লাগানো থেকে বিরত থাকার জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই নির্দেশ অমান্য করলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, আবাসিক হল ও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি সম্বলিত পোস্টার দেখা যায়। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে পোস্টার নিষিদ্ধ করার সিদ্ধান্তে অটল থাকার ঘোষণা দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish