Top 5 This Week

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ইমন মারা গেছেন

Spread the love

 

বিডিটাইম ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ ইমন (২২) নামে এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে অংশ নিয়ে গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হন। রোববার (১৮ আগস্ট) ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে মারা যান ইমন।

নিহত ইমন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জগতপুরা গ্রামের মৃত জুলহাস হোসেনের ছেলে। তিনি ভূঞাপুর মনিরুজ্জামান খান কলেজ থেকে এইচএসসি পাস করেন। ইমন কলেজে ভর্তিচ্ছু ছিলেন। তিন ভাই এক বোনের মধ্যে ইমন ছিলেন বড়।

নিহতের বন্ধু ইমরান হোসেন জানান, টাঙ্গাইল মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় গত ৪ আগস্ট দুপুরে আন্দোলনকারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় ইমন গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় অন্য শিক্ষার্থীরা তাকে প্রথমে ঢাকার উত্তরার লেকভিউ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে ৬ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ইমনমারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish