Top 5 This Week

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রীকে ধর্ষণের হুমকি

Spread the love

বিডিটাইম ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের হুমকি ও যৌন হয়রানির অভিযোগ এনেছেন একই কমিটির এক নারী যুগ্ম সংগঠক।

অভিযোগকারী নেত্রী জানান, গত বৃহস্পতিবার তিনি সিলেট কোতোয়ালি থানায় মামলা করতে গেলে পুলিশ সেটিকে সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করে। তবে আগামী সোমবার তিনি আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত নুরুল ইসলাম বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। পুলিশি তদন্তেই সত্য উদ্ঘাটিত হবে।”

নারী নেত্রী অভিযোগে উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির তিনি একজন যুগ্ম সংগঠক ও ফান্ড সেলের সদস্য। এ ফান্ড সেলে মোট সদস্য পাঁচজন। ৬ মে তিনি ফান্ড সেল সম্পাদক সালমান আহমদ খুরশেদের কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপে ফান্ডের জমা-খরচের হিসাব চান। সালমান খুরশেদ স্পষ্ট হিসাব না দিয়ে প্রথমে এড়িয়ে যান এবং পরে সংগঠনের আরও কয়েকজন সদস্য, ফখরুল হাসান সৌরভ ও নুরুল ইসলামের নেতৃত্বে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন।

পরদিন সালমান একটি বিভ্রান্তিকর হিসাব দিলে তিনি অসন্তোষ প্রকাশ করেন। এর পরপরই সালমান, নুরুল এবং তাদের ঘনিষ্ঠরা তাকে হোয়াটসঅ্যাপে ধর্ষণের হুমকি দেন এবং যৌন হয়রানিমূলক কথাবার্তা বলতে থাকেন বলে অভিযোগ করেন নেত্রী। এসব কথোপকথনের স্ক্রিনশট ও অন্যান্য প্রমাণ তার কাছে রয়েছে বলেও জানান তিনি।

সিলেট কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক বলেন, “অভিযোগটি আমরা প্রাথমিকভাবে জিডি হিসেবে গ্রহণ করেছি। তদন্তের পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish