Top 5 This Week

বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণে গণমাধ্যমের অপরিসীম ভূমিকা: বেরোবি উপাচার্য

Spread the love

বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, গণমাধ্যম বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অতীতে ফ্যাসিবাদী সরকারের পতনে যেমন গণমাধ্যম সাহসিকতার সঙ্গে সত্য তুলে ধরেছে, তেমনি আগামীতেও দেশের বৈষম্যহীন সমাজ গড়তে তাদের সৎ ও নিষ্ঠাবান ভূমিকা প্রয়োজন।

আজ রোববার (২৭ অক্টোবর ২০২৪) বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)-এর এক দশক পূর্তি উপলক্ষে ‘জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন উপাচার্য।

তিনি বলেন, “দেশের বিভিন্ন সামাজিক বৈষম্য ও অনিয়ম-দুর্নীতির বিষয়গুলো সাহসিকতার সাথে জাতির সামনে তুলে ধরতে হবে। সাংবাদিকদের নিষ্ঠা ও সততার সাথে কাজ করে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস সাংবাদিকতা তাদের সৃজনশীলতা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।”

আলোচনা সভায় বেরোবিসাসের সভাপতি শিপন তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ ইলিয়াছ প্রামানিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

এক দশক পূর্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয় যা উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর নেতৃত্বে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এছাড়া তিনি ক্যাফেটেরিয়ার নিচতলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish