রংপুর প্রতিনিধি:
রংপুর নগরের স্বর্ণপট্টিতে ক্রেতা সেজে বোরকা পরিহিত পাঁচ নারী অভিনব কৌশলে লক্ষ্মী জুয়েলার্স থেকে প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার স্বর্ণালঙ্কার চুরি করেছেন। বুধবার দুপুরে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। দোকানের সিসিটিভি ফুটেজে চুরির পুরো দৃশ্য ধরা পড়েছে। ভুক্তভোগী দোকানমালিক থানায় লিখিত অভিযোগ করেছেন, পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছেন।
লক্ষ্মী জুয়েলার্সের স্বত্বাধিকারী তীলক বসাক জানান, বুধবার দুপুর একটার দিকে পাঁচজন বোরকা পরিহিত নারী তাঁর দোকানে প্রবেশ করেন। তাঁরা গয়না দেখতে চাইলে তিনি একটি প্লাস্টিকের বক্সে রাখা বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার দেখাতে শুরু করেন। একপর্যায়ে তাঁরা তাঁকে বারবার বিভিন্ন আইটেমের গয়না দেখাতে বলেন। এই সুযোগে এক নারী শোকেসে রাখা বক্সটি চুপিসারে তুলে সঙ্গে থাকা আরেক নারীর ব্যাগে ঢুকিয়ে দেন।
চুরির পর তাঁরা একটি স্বর্ণের রিং কিনে দোকান ত্যাগ করেন। পরে গয়নার বক্সটি খুঁজে না পেয়ে সন্দেহ হয় তীলক বসাকের। দোকানের সিসিটিভি ফুটেজ ঘেঁটে তিনি পুরো ঘটনার প্রমাণ পান।
তাঁর দাবি অনুযায়ী, দোকান থেকে যেসব গয়না চুরি হয়েছে, তার মধ্যে রয়েছে—৭০টি চেইন (৫০ ভরি), ১২০টি আংটি (৩০ ভরি), ৬০টি লকেট (১২ ভরি), ২১টি ব্রেসলেট (৮ ভরি)। সব গয়নাই ২২ ক্যারেটের স্বর্ণ দিয়ে তৈরি। মোট চুরিকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬৪ লাখ টাকা।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে পাঁচজন বোরকাপরা নারী দোকানে ঢোকেন। দুজন নারী দোকানমালিককে ঘিরে ব্যস্ত রাখেন, আর একজন প্রথমে ব্যর্থ হয়ে পরে তৃতীয় চেষ্টায় গয়নার বক্সটি তুলে ব্যাগে ঢোকান। এরপর সবাই দ্রুত দোকান ত্যাগ করেন।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, “ঘটনার লিখিত এজাহার পেয়েছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
চুরির এই ঘটনায় ব্যবসায়ী মহলে চরম উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ বলছে, অপরাধীদের শনাক্ত করতে আশপাশের দোকান ও রাস্তাগুলোর সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে।