ভবনের রেলিং থেকে পড়ে আহত ববি শিক্ষার্থী

0
49
Spread the love

 

ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) জান্নাতুল ফেরদৌস নামে এক শিক্ষার্থী প্রশাসনিক ভবনের তৃতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে তার ডান পা, দুই হাত এবং ঘাড় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে (রেজিস্ট্রার বিল্ডিং) এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী বলে নিশ্চিত হওয়া গেছে। প্রশাসনিক ভবনের তিন তলার রেলিংয়ে বসে পড়ার সময় নিচে পড়ে যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল কাইয়ুম বলেন, প্রশাসনিক ভবনের তৃতীয় তলার রেলিংয়ে বসে পড়ালেখা করার সময় অসাবধানতাবশত এক শিক্ষার্থী নিচে পড়ে গেছে। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে এসেছি আমরা। এছাড়া সবাইকে নির্দেশনা দিয়ে দিচ্ছি যেন কেউ অযথা বহুতল ভবনের রেলিঙের পাশে অবস্থান না করে এবং সাবধানতার সঙ্গে চলাফেরা করে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন,ভবনের রেলিংগুলোকে সুরক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।এরই মধ্যে প্রকৌশল শাখাকে যথাযথ নির্দেশনা দিয়েছেন উপাচার্য স্যার। একইসঙ্গে আমরা আহত শিক্ষার্থীর সুচিকিৎসার ব্যাপারে খোঁজখবর নিচ্ছি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here