Top 5 This Week

ভাটারা থেকে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা সাভার থেকে উদ্ধার

বিডিটাইম ডেস্ক

রাজধানীর ভাটারা এলাকা থেকে নিখোঁজ হওয়া এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফ (পিউলি)–কে সাভার এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব-৪। রোববার (২৯ জুন) দিবাগত রাতে তাকে উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

এর আগে জানা যায়, রোববার সকালে এইচএসসি পরীক্ষার জন্য বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি মাহিরা। তিনি মিরপুরের সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী। পরীক্ষার দিন সকালে সকাল ৮টার দিকে তিনি মিরপুর কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাসা ছাড়েন, তবে তিনি পরীক্ষাকেন্দ্রে পৌঁছাননি।

পরিবারের সদস্যরা জানান, মাহিরার কোনো খোঁজ না পেয়ে তারা স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন। কোথাও খোঁজ না পেয়ে রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রাতেই র‍্যাব-৪ এর একটি দল সাভারে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। মাহিরাকে কীভাবে এবং কার সঙ্গে পাওয়া গেছে—তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী।

পরিবারের সদস্যরা জানান, মাহিরা সুস্থ রয়েছেন এবং তাকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish