বিডিটাইম ডেস্ক
ভারতের সঙ্গে উত্তেজনা কমানোর কোনো ইচ্ছা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী পরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেন, ভারত যে ক্ষতি করেছে, তার জবাব পেতেই হবে।
শুক্রবার (৯ মে) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা উত্তেজনা হ্রাস করব না— ভারত আমাদের যে ক্ষতি করেছে, তাদের আঘাত পেতে হবে।”
তিনি জানান, গত মঙ্গলবার মধ্যরাতে ভারতের চালানো মিসাইল হামলায় পাকিস্তানশাসিত আজাদ কাশ্মিরসহ বিভিন্ন এলাকায় ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত ও ৬২ জন আহত হন। এই হামলাকে ‘মূল্য চোকাতে হয়েছে’ উল্লেখ করে তিনি বলেন, “প্রত্যেক ফোটা রক্ত আমাদের সশস্ত্র বাহিনী ও জনগণের বিবেকে স্থায়ী হয়ে থাকবে।”
পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়, হামলার পরপরই তাদের বিমানবাহিনী পাল্টা জবাবে অভিযান চালায়। এতে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করা হয়, যার মধ্যে একটি আধুনিক রাফাল বিমানও রয়েছে।
জেনারেল আহমেদ শরীফ আরও বলেন, ভারতের পক্ষ থেকে রাফাল বিমান হারানোর ঘটনায় ‘গভীর হতাশা’ তৈরি হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যতক্ষণ পর্যন্ত ভারত উপযুক্ত জবাব না পাচ্ছে, ততক্ষণ এই উত্তেজনা প্রশমিত হবে না।”
উল্লেখ্য, ভারত-পাকিস্তানের মধ্যে কাশ্মির ইস্যু দীর্ঘদিনের বিরোধ, যার ফলে উভয় দেশের মধ্যে মাঝেমধ্যেই সামরিক উত্তেজনা বেড়ে যায়। তবে চলতি সংঘর্ষের মাত্রা ও পাল্টা জবাব এই উত্তেজনাকে আরও গভীর সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল।