Top 5 This Week

ভিসির পদত্যাগসহ চার দফা দাবিতে সিকৃবিতে শিক্ষার্থীদের মানববন্ধন 

Spread the love

সিকৃবি প্রতিনিধি

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি)  উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভুঁইয়ার পদত্যাগসহ চার দফা দাবিতে  মানববন্ধনে ২৪ ঘন্টার আলটিমেটাম দেন  শিক্ষার্থীরা।

বুধবার (১৪ আগস্ট) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা চারদফা দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলাম অথচ কর্তৃপক্ষ এগুলো মেনে নেয়ার প্রয়োজনই মনে করেনি। এখন ২৪ ঘন্টার মধ্যে দাবি মেনে না নিলে ক্যাম্পাসে যদি কোন অরাজকতা সৃষ্টি হয় তাহলে সাধারন শিক্ষার্থীরা দায়ী থাকবে না।

শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সকল সদস্যদের দলীয় ও লেজুরবৃত্তিক রাজনীতি, রাজনৈতিক ছায়াসংগঠনসহ সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আগামী ৭২ ঘন্টার মধ্যে একাডেমিক কার্যক্রম শুরু করতে হবে, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ও আবাসিক হলে সার্বিক নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ভিসিস্যার সহ প্রক্টরিয়াল বডি ও সকল প্রভোস্ট স্যারদের পদত্যাগ করতে এবং অনতিবিলম্বে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এ পর্যন্ত শিক্ষার্থীদের উপরে সংগঠিত হওয়া বিভিন্ন অপরাধের (হুমকি, রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি, মারধর) তদন্ত সাপেক্ষে সকলকে বিচারের আওতায় আনা এবং যারা অছাত্র তাদেরকে অনতিবিলম্বে হল থেকে বহিষ্কার করতে হবে।

এ ব্যাপারে উপাচার্য ডা. জামাল উদ্দিন ভুঞার সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও উনাকে পাওয়া যায় নি।

প্রসঙ্গত, গত ৬ আগস্ট উপাচার্য জামাল উদ্দিন ভূঞা শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে ১০ দিনের ছুটি নিলে ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক মো. সিদ্দিকুল ইসলাম ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব নেন। ছুটি নেওয়ার পর গত বুধবার মধ্যরাতে উপাচার্য জামাল উদ্দিন ভূঞা জনরোষে পড়ে ‘পালিয়েছেন’ বলেও ক্যাম্পাসে খবর ছড়িয়ে পড়ে। যদিও উপাচার্য তখন পালানোর অভিযোগ অস্বীকার করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish