কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী ও থিয়েটার কুুবির সাধারণ সম্পাদক হান্নান রহিমকে র্যাব-১১ উঠিয়ে নিয়েছে।
শুক্রবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কোটবাড়ির চাঙ্গীনির মেস থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
জানা যায়, ভুল অভিযোগের ভিত্তিতে থিয়েটারের সাধাররণ সম্পাদকে জিজ্ঞেসাবাদের জন্য নেওয়া হয়। তবে তিনি গত ২৪ ঘন্টায় হিজবুত তাহরীরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সরব ছিলেন। পরে কুমিল্লা কোতোয়ালি থানায় তাকে হস্তান্তর করলে জিজ্ঞাসাবাদ করে রাত ১২টার দিকে ছেড়ে দেওয়া হয়।
হিজবুত তাহারীরের বিরোধীতা করে হান্নান তার ফেসবুকে লিখেন, “হিজ*বুত তাহ*রীর লীগ”, “হিজ*বুত তাহ*রীর কে প্রতিহত করুন। কাউকে জানা থাকলে প্রশাসনকে তালিকা দিয়ে সহযোগীতা করুন।”
এবিষয়ে থিয়েটারের সাধারণ সম্পাদক হান্নান রাহিম বলেন, বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য নিয়ে আলাপ তোলার পর থেকেই কিছু মহলের বিরাগভাজন হয়ে পড়ি। সম্প্রতি, এক চাঁদাবাজকে ধরার উদ্দেশ্যে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করি, যা হয়তো কোনোভাবে তাদের কানে পৌঁছায়। এমনিতেই ঐ ব্লকের টার্গেটে ছিলাম, এর মধ্যে একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পারি যে, বিশ্ববিদ্যালয়ের একটি চক্র আমাকে নিয়ে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন।
এছাড়াও তিনি আরও বলেন, যখন র্যাবের সঙ্গে যাই, তারা বিভিন্ন বিষয়ে জানতে চায় এবং আমার আগের পোস্ট ও মোবাইল পর্যালোচনা করে। এতে তারা বুঝতে পারে যে, আমার বিরুদ্ধে যে তথ্য দেওয়া হয়েছিল, তা সম্পূর্ণ ভুল। এ কারণে, পরে তারা আমার কাছে ক্ষমা চায়।
কুমিল্লা কোতোয়ালি থানায় কথা বলে জানা গেছে, “ভুল অভিযোগের ভিত্তিতে তাঁকে তুলে আনে র্যাব-১১। আমাদের হস্তান্তর করা হলে।আমরা জিজ্ঞাসাবাদ করে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে হস্তান্তর করি।”
এই বিষয়ে র্যাব-১১ কথা বলে জানা গেছে, “তাঁকে হিজবুত তাহরীর সন্দেহে তুলে নেওয়া হয়েছে। তবে এটা একটা ভুল ইনফরমেশ ছিলো। যারা হিজবুত তাহরীর সাথে জড়িত এরকম ১০-১২ জনের একটা লিস্ট আছে যাদের আজকালের মধ্যে তুলে নেওয়া হবে।”