Top 5 This Week

ভ্যাপস ও পানীয় ভাগাভাগি: মেনিনজাইটিসসহ ছড়াতে পারে ভয়ংকর সংক্রমণ

Spread the love

বিডিটাইম ডেস্ক

সামাজিক অনুষ্ঠান, আড্ডা বা উৎসবে একসঙ্গে সময় কাটানোর সময় অনেকেই ই-সিগারেট (ভ্যাপস) ও পানীয় ভাগাভাগি করে থাকেন। তবে চিকিৎসকদের মতে, এমন অভ্যাস মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ডেকে আনতে পারে। বিশেষ করে মেনিনজাইটিসসহ বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে।

অ্যাস্টার সিএমআই হাসপাতালের নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট এবং মৃগীরোগ চিকিৎসার প্রধান ডা. কেনি রবীশ রাজীব জানান, এ ধরনের পরিস্থিতিতে একজনের লালার সংস্পর্শে অন্যজন চলে আসার সম্ভাবনা বেড়ে যায়। কিছু নির্দিষ্ট ধরনের ব্যাকটেরিয়া সংক্রমিত ব্যক্তির লালার মাধ্যমে নতুন কাউকে সংক্রমিত করতে পারে।

মেনিনজাইটিস কী?

ভারতের মনিপাল হাসপাতালের কনসালট্যান্ট নিউরোলজি ডা. পারুল দুবে বলেন, মেনিনজাইটিস হলো মস্তিষ্কের পর্দার সংক্রমণ। এর ফলে দেখা দিতে পারে জ্বর, মাথাব্যথা, বমি, খিঁচুনি (যখন মস্তিষ্কের টিস্যুও সংক্রামিত হয়) এবং আরও অনেক গুরুতর স্নায়বিক উপসর্গ।

তিনি আরও বলেন, মেনিনজাইটিসের জন্য সাধারণত দায়ী ব্যাকটেরিয়াগুলোর মধ্যে রয়েছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, নেইসেরিয়া মেনিনজিটিডিস ইত্যাদি। এ ছাড়া যক্ষ্মা, ভাইরাস, ছত্রাক এবং পরজীবী থেকেও এই রোগ হতে পারে।

তাই সামাজিক অনুষ্ঠান বা ঘনিষ্ঠ পরিবেশে ভ্যাপস (ই-সিগারেট) এবং পানীয় ভাগাভাগি করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। সচেতনতা ও সাবধানতা মেনিনজাইটিসসহ অন্যান্য সংক্রামক রোগ থেকে রক্ষা পেতে সাহায্য করতে পারে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish