নিজস্ব প্রতিবেদক:
মহেশখালীর বৃহত্তর ছাত্র সংগঠন “তাজিয়াকাটা স্টুডেন্টস’ সোসাইটি”র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহিউদ্দীন মুহাম্মাদ যুবাইর এবং সাধারণ সম্পাদক হিসেবে কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী মাহাবুব আলম মনোনীত হয়েছে।
রবিবার (১৫ জুন) সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৮ জুন সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এনামুল করিম রিয়াদ সহ তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে সংগঠনটির নির্বাহী কমিটি।
সংগঠনটির ৩০ জন সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ সভাপতি বদিউল আলম বাদশা, রাকিবুল ইসলাম, মোহাম্মদ ছৈয়দ নূর, খালেদ বিন ওয়ালিদ, মো. শাহাদত হোসাইন, মো. জাহেদুল ইসলাম, সোহেল আরমান ও মোহাম্মদ রোবেল। সহ সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মনসুর আকাশ, সাইফুল মোঃ ছাবের। দপ্তর সম্পাদক ছৈয়দুল করিম (কবি), অর্থ সম্পাদক আজিজুল করিম, ক্রীড়া সম্পাদক মো. এমরান খান,শৃঙ্খলা সম্পাদক আব্দুল মোমেন, সাহিত্য সম্পাদক মো. রায়হান ছাদেক, সমাজসেবা সম্পাদক হাফেজ মুহাম্মদ ইউনুছ, দাওয়াহ সম্পাদক হাফেজ নুরুল আবছার, যুব উন্নয়ন সম্পাদক ইসমাইল হোসাইন, আইন সম্পাদক মামুনুর রশিদ, শিক্ষা সম্পাদক হাদীস মোহাম্মদ তারেক, ছাত্র কল্যাণ সম্পাদক রাহামত উল্লাহ, ছাত্র আন্দোলন সম্পাদক নুরুল আলম, পরিবেশ সংরক্ষণ সম্পাদক জহির রায়হান রিকাশ, তথ্য ও প্রচার সম্পাদক রবিউল আলম, পাঠাগার সম্পাদক ছৈয়দুল করিম মনি, সোশ্যাল মিডিয়া সম্পাদক মো. তারেক মাসুদ ইরফান ও স্বাস্থ্য বিষয়ক মো. ইলিয়াছ বাবু।
এছাড়াও কমিটিতে সিনিয়র সদস্য ১১ জন, প্রেসিডিয়াম সদস্য ৩ জন, সাধারণ সদস্য ৩৭ জন তালিকাভুক্ত করা হয়েছে। সাধারণ সদস্যদের মধ্যে ২৪ জনকে নবীন সদস্য হিসেবে এ বছর অন্তর্ভুক্ত করা হয়েছে।