Top 5 This Week

মাভাবিপ্রবির সিপিএস বিভাগের ২ দশকের পুনর্মিলনী


মাভাবিপ্রবি প্রতিনিধি,

টাঙ্গাইলের  মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের দুই দশকের পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) সকাল ১০ টায় বিভাগের শিক্ষার্থীদের  র্যালি বেলুন, পায়রা উড়িয়ে ও কেক কেটে  অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। পরে বিভাগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

সিপিএস অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ফয়সাল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক , সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য  অধ্যাপক ড. এ আর এম সোলাইমান,  জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.মো. উমর ফারুক ।

অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশ গ্রহণে পুনর্মিলনী অনুষ্ঠানটি যেন এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয় জীবনে ফেলে যাওয়া হাজারো অনুভূতি গুলোর স্মৃতিচারণ করেন সাবেক শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিভাগের ২০ টি ব্যাচের প্রায় পাঁচশত শিক্ষার্থী অংশগ্রহণ করে। পুনর্মিলনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী হৃদয় খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish