Top 5 This Week

মালয়ালম অভিনেত্রী মিনুর বিরুদ্ধে ডিজিটাল মানহানির মামলা

বিডিটাইম ডেস্ক

মালয়ালম চলচ্চিত্র শিল্পের পরিচিত মুখ অভিনেত্রী মিনু মুনিকে (৪৫) সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে গ্রেফতার করেছে ভারতের সাইবার ক্রাইম পুলিশ। সোমবার (১ জুলাই) কোচি সিটি সাইবার ক্রাইম ইউনিট তাকে গ্রেফতার করে। পরে আত্মসমর্পণের পর জামিনে মুক্তি পান তিনি।

ভারতের শীর্ষ গণমাধ্যম দ্য হিন্দু এবং মিন্ট–এর খবরে বলা হয়, অভিনেত্রী মিনুর বিরুদ্ধে অভিযোগ করেছেন বর্ষীয়ান অভিনেতা ও পরিচালক বালাচন্দ্র মেনন। তার মানহানির অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় মিনুকে।

প্রতিবেদনে আরও জানানো হয়, অভিনেত্রী মিনু সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক বালাচন্দ্র মেননের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অবমাননাকর মন্তব্য, ছবি এবং অশ্লীল কনটেন্ট প্রকাশ করতেন। এতে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয় বলে অভিযোগ করেন পরিচালক।

এর আগে মিনুর আগাম জামিনের আবেদন কেরালা হাইকোর্ট খারিজ করে দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী তিনি সাইবার ক্রাইম থানায় আত্মসমর্পণ করলে পরে জামিনে মুক্তি দেওয়া হয়।

মামলার এফআইআরে বলা হয়েছে, দ্বিতীয় আরেকজন অভিযুক্ত ব্যক্তি ২০২৩ সালের ১৩ ও ১৪ সেপ্টেম্বর বালাচন্দ্র মেননকে ফোনে হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির ডিজিটাল প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং মামলাটি এখন তদন্তাধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish