রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাহিন আলমকে সভাপতি ও সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভয়েসের ৪৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
রবিবার(৩ নভেম্বর) গ্রীন ভয়েস এর প্রধান সমন্বয়ক জনাব আলমগীর কবির নবগঠিত এই কমিটির অনুমোদন দেন।
নবনির্বাচিত সভাপতি মাহিন আলম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও সম্পাদক সিরাজুল ইসলাম একই বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
উক্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি- মাইনুল, রিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক- প্রান্ত, হোমায়রা, সাংগঠনিক সম্পাদক- সাদিয়া, দপ্তর সম্পাদক- পলাশ, প্রচার সম্পাদক- জাকারিয়া, কোষাধ্যক্ষ- আরিফ ও পরিবেশ সম্পাদক- জাহিদ।
উল্লেখ্য, প্রকৃতি,পরিবেশ ও জীবন বাঁচানোর অঙ্গীকার নিয়ে ‘যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে’স্লোগানে ২০০৫ সালে কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ আলমগীর কবিরের হাত ধরে যাত্রা শুরু করে গ্রীন ভয়েস। প্রথম দিকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া কয়েকজন তরুণ শিক্ষার্থীদের নিয়ে পথচলা শুরু করে সংগঠনটি। এই সংগঠনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ ক্যাম্পাসে পরিবেশ সচেতনতা তৈরি, বৃক্ষ রোপণ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সহ নানামুখী স্বেচ্ছাসেবী কাজ করে আসছে।