Top 5 This Week

মিরপুরে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই: ৬ জন গ্রেফতার

বিডিটাইম ডেস্ক

রাজধানীর মিরপুরে প্রকাশ্য দিবালোকে মানি একচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

অভিযানের সময় তাদের কাছ থেকে ছিনতাই করা টাকা, একটি বিদেশি অস্ত্র এবং একটি গাড়ি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবির একটি টিম। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবি দক্ষিণ বিভাগের যুগ্ম-পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি জানান, গত ২৭ মে মিরপুর-১০ নম্বর গোলচত্বর সংলগ্ন এলাকায় মানি একচেঞ্জ অফিসে যাওয়ার পথে ব্যবসায়ীকে গতিরোধ করে ছয়জন ছিনতাইকারী। ঘটনাটি ঘটে স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি সড়কে। সেখানে দুর্বৃত্তরা ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়।

পরে ডিবি ঘটনাটি তদন্ত শুরু করে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযুক্ত ছয়জনকে শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত অর্থের একটি অংশ, একটি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়েছে।

ডিবি জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র ও ছিনতাইয়ের পৃথক মামলার প্রস্তুতি চলছে। তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish