Top 5 This Week

মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপি

বিডিটাইম ডেস্ক

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আগামী রোববার (২২ জুন) চীন সফরে যাবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

এই সফর উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় ঢাকায় চীনের দূতাবাসে একটি শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউইনের আমন্ত্রণে উপস্থিত হন সফরসঙ্গী বিএনপি নেতারা। অনুষ্ঠানে তারা পারস্পরিক পরিচিতি এবং শুভেচ্ছা বিনিময় করেন।

প্রতিনিধিদলে আরও রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান ও এ জেড এম জাহিদ হোসেন; চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জহির উদ্দিন স্বপন, ইসমাঈল জবিউল্লাহ্ ও অধ্যাপক সুকোমল বড়ুয়া; এবং বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আহমেদ পাভেল।

চীন সফরে রাজনৈতিক ও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফর চীন-বিএনপির পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish