Top 5 This Week

‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’ অপসারণ করে নির্মাণ হবে ‘বিজয় ও জুলাই মনুমেন্ট’: ডিএনসিসি প্রশাসক

বিডিটাইম ডেস্ক

রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’ পরিষ্কার করে সেখানে ‘বিজয় ও জুলাই মনুমেন্ট’ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

শুক্রবার (২৭ জুন) সকাল ১০টার দিকে প্রাঙ্গণের ভেতরে থাকা সাতটি দেয়াল সম্পূর্ণভাবে অপসারণ করা হয়। এর আগে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন বিক্ষুব্ধ জনতা বঙ্গবন্ধুর ভাস্কর্যটি ভেঙে ফেলে। সে সময় থেকেই এটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।

এ বিষয়ে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “এই স্থান বর্তমানে ধ্বংসস্তূপ। এটা পরিষ্কার করে এখানে বিজয় মনুমেন্ট তৈরি হবে। আরও অনেক কিছু হবে। সেজন্যই জায়গাটা পরিস্কার করা হচ্ছে।”

‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’টি ২০২৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে নির্মাণ করা হয়েছিল। এর কেন্দ্রে ছিল বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য, চারপাশে ছিল সাতটি দেয়াল। এসব দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছিল ভাষা আন্দোলন, ছয় দফা, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস।

তবে সম্প্রতি ডিএনসিসি কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ওই দেয়ালগুলো অপসারণ শুরু করলে, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এই বিষয়ে জানতে চাইলে এজাজ বলেন, “৫ আগস্টে প্রাঙ্গণটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফলে এই জায়গাটা পরিষ্কার করা হচ্ছে। এখানে বড় কিছু করার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের বিজয় আর জুলাই আন্দোলনকে মাথায় রেখেই নতুন কিছু নির্মাণ করা হবে।”

নতুন মনুমেন্টে মুক্তিযুদ্ধের ইতিহাস প্রাধান্য পাবে কি না—জানতে চাইলে তিনি বলেন, “এখানে সবকিছুই প্রাধান্য পাবে। মুক্তিযুদ্ধও পাবে, জুলাই আন্দোলনও পাবে। আসলে জুলাই আন্দোলন কি মুক্তিযুদ্ধের বাইরে? বাইরে না। মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় জুলাই এসেছে।”

তিনি জানান, শিগগিরই ‘বিজয় ও জুলাই মনুমেন্ট’ নির্মাণকাজ শুরু হবে।

এর আগে ২৫ জুন ডিএনসিসির সপ্তম করপোরেশন সভায় সিদ্ধান্ত হয়, মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণে ‘জুলাই শহীদদের’ স্মরণে একটি ভাস্কর্য নির্মাণ করা হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish